আদর করে যেমনি ডাকে
"এদিকে আয় পুষি"
খুকুর কাছে এগিয়ে এসে
লেজ দুলিয়ে খুশি।


"দুধের বাটি পড়েই আছে
কখন খাবি বল?
হাত বুলিয়ে প্রশ্ন করে
কেন এমন ছল!


এমনতরো হয়নি কভু
অরুচি তোর দুধে!"
পায়ের কাছে পরম সুখে
চক্ষু দুটি মুদে।


রোজ একটা ইঁদুর আসে
কোথায় গেল আজ!
বোঝার কিবা রইলো বাকি
এটা ওরই কাজ।


ঠেলা দিতেই চমকে ওঠে
তন্দ্রা চোখে তার
ইঁদুর খেয়ে পেটটি ভরা
ধরবে কোথা আর!