পেট ভরাই সকালবেলা
                     পান্তাভাতে
কাঁচা লঙ্কা পেঁয়াজকুচি
                     আদুড় গা-তে।
ওটা খেয়েই বাবার সাথে
                     বেরোই কাজে
ফিরব ঘরে রবি যখন
                     রুদ্র সাজে।
দুপুর বেলা বাবার পাতে
                     রান্নাঘরে
গরম ভাত শাক ডালেই
                    পেটটি ভরে।
কোথায় ছিল একটা প্যাঁড়া
                    আমায় দিলে
একটু ভেঙে হাস্যমুখে
                    নিলেম গিলে।
বাবার দিকে বাড়িয়ে দিতে
                    বলল হেসে
"আমার নয় মায়ের মুখে"
                   খাবার শেষে।