হাতিটার সখ খুব হতে চায় বাঘ
ঘাস পাতা খাবে না সে খাবে শুধু ছাগ।
রোজ রোজ ভাবে বাঘ হাতি বেশ ভালো
গম খায় কলা খায় খায় কচি ডালও।


দুজনারই সাধ মেটে সে কী আহ্লাদ
সবকিছু রয় ঠিক শুধু মাথা বাদ।
ছাগ খেয়ে হাতিবা-র পেট গেল খুলে
ঝঞ্ঝাট হল বেশ ঘাসপাতা ভুলে।


একই দশা বাঘাতি-র খেল রাশি পাতা
পেট ফুলে হল ঢোল খেয়েছে যে যা তা।
কী বিপদ হল ভাই বেশ নাজেহাল
এই বুঝি যায় জান পেটে গোলমাল।


মাথাকুটে মরে ওরা নেই সুকুমার
কেবা আছে কারিগর করে দেবে পার!
অবশেষে ধরি ছুরি বদলাই শির
দুজনাই গেল বেঁচে হল সুস্থির।


হাতি নাচে শুঁড় তুলে বাঘ ছুটে বনে
আহ্লাদে আটখানা বেশ চনমনে।