পরীক্ষা যে সেপ্টেম্বরে
পড়ছি দিবারাত
অঝোরে আজ বৃষ্টি ঝরে
ঝাপসা আঁখিপাত।


লাইব্রেরিতে সময় কাটে
শেষ হল না কাজ
গগনভেদী শব্দ করে
পড়ল জোরে বাজ।


কী করে যে ফিরব ঘরে
রাস্তা যদি ডোবে
আমি তো আর একেলা নয়
ফুঁসবে সবাই ক্ষোভে।


এক হাঁটু জল পথের ওপর
নামতে হল দেরি
পোশাক-আশাক ভিজে গেল
কষ্ট সকলেরই।


ফিরতে অনেক রাত্রি হলো
ক্লান্তি দেহ জুড়ে
কীটপতঙ্গের ররণ দশা
পাতেই পড়ে উড়ে।