তৃতীয় শো “লেভিয়ানো”য়
রিও-র কাছাকাছি
রূপীয়সীর নামটি লাপা
বেশ আরামে আছি।


দাগ কেটেছে লোকের মনে
ভাবতে ভালো লাগে
কৃষ্ণলীলা বড় মধুর
জড়তা দূর ভাগে।


রাখাল-সনে বাঁশি বাজায়
ছোটো রসিকরাজ
ধেনুরা সব চরে বেড়ায়
ওদের চলে কাজ।


সারাটা দিন খোশমেজাজে
কাটায় মাঠে ঘাটে
সন্ধে হলে গৃহের পথে
কেমনে বেলা কাটে।


দুষ্টুমিতে ভীষণ পটু
কত নালিশ আসে
যশোদা মা শাস্তি দিয়ে
চোখের জলে ভাসে।


কলশি ভরে রমণীগণ
যখন ঘরে ফেরে
ঢিলের ঘায়ে কলশি কানা
দৌড়ে পড়ে সরে।


নিত্য নতুন ছলাকলা
দোসর মেলা ভার
বকুনি আর শাস্তিটুকু
তোলাই থাকে তাঁর।