ফুটফুটে এক ছোটো শিশু
মায়ের বড় ধন
হাসিতে তার মুক্তা ঝরে
ভরে সবার মন।


ঘুম  ভাঙলে  ঠামুর কোলে
স্নেহ আদর পায়
হাল্কা শীতে মাথায় টুপি
উলের জামা গায়।


দিদির বয়স ছ’বছর
পিছনে তার ঘোরে
আঁচল টেনে ঠামুকে বলে
নাও অমন করে।

আদর করে গালটি টিপে
বলে একটু হেসে
আজ বিকেলে মেলায় যাব
মিঠাই দেবো এসে।

ছোটো হলেও বুঝতে পারে
সদাই অনুচর
হেসে ওঠে ঠামুর কথায়
ঝরে রবির কর।