চাঁদকে কে লুকিয়ে রাখে
অমানিশার রাতে
প্রতিপদে দেখতে পাই
সরু কাস্তে হাতে।


ক্রমে ক্রমে বেড়ে ওঠে
চাঁদের কলেবর
ষোলোকলা পূর্ণ হয়
চতুর্দশীর পর।
  
পূর্ণিমাতে খুশির জোয়ার
পূর্ণ দেহ ধরে
কপালে টিপ পরে আকাশ
আলোয় ভুবন ভরে।


ক্রমে ক্রমে কমতে থাকে
ক্ষয়িষ্ণু  তার দেহ
অবশেষে তারার আকাশ
আঁধার সবার গেহ।