কার আগমন বার্তা শুনি
শুক পাখির মুখে
হাল্কা তুলোর ছড়াছড়ি
নীল নভের বুকে।

বর্ষারানি লুকিয়ে গেছে
শিশির  পড়ে ঘাসে
পুলক লাগে বাতাসে তাই
পদ্মফুলে কাশে।


শেফালিকার মিষ্টি হাসি
সুবাসে দেয় ভরে
হলুদ-বোঁটা কুসুমকলি
উঠোন ’পরে ঝরে।


মা আসবে তাই বুঝি আজ
এমন আয়োজন
খুশির ঝাঁপি উছলে পড়ে
ভরে সবার মন।