আলোর বেণু উঠল বেজে
আয় রে ছুটে আয়
মণ্ডপে মা পৌঁছে গেছে
সময় বয়ে যায়।


বরণডালা সাজিয়ে নিয়ে
প্রদীপখানি জ্বালো
মা গৌরীর আগমনে
ভুবনজুড়ে আলো।


শাঁখ বাজিয়ে সোহাগভরে
বরণ করো  মা কে
বেদির পাশে কলশ যেন
জলপূর্ণ থাকে।


একটি বছর পর মায়ের
পেলাম দরশন
জগৎজুড়ে তাইতো সবার
বেজায় খুশি মন।


মায়ের সাথে এসেছে আজ
লক্ষ্মী সরস্বতী
ময়ূর চড়ে কার্তিক আর
মূষায় গণপতি ।


পদার্পণের সাথে সাথে
আঁধার গেল ঘুচে
প্রার্থনা মা অভাজনের
দুঃখ দিয়ো মুছে।


(সুখবর : দৈনিক স্টেটসম্যান পত্রিকা-র 'খুশির উড়ান' বিভাগে  শনিবার ৮ ই অক্টোবর শুভ সপ্তমী তিথিতে  প্রকাশিত হলো)