মাতৃপক্ষ শুরু
     মহালয়ার  ভোরে
আলোর বেণু উঠল বেজে
     গৌরী এল দোরে।
প্রাণের সাড়া চতুর্দিকে
আলোক ধারায় আঁধার ফিকে
আর ক’দিন পরেই হবে দুর্গামায়ের বোধন।


পদ্ম মেলে আঁখি
     শিশির পড়ে ঘাসে
হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশ
     প্রস্ফূটিত কাশে।
নীল আকাশে মেঘের খেলা
শরৎ ঋতুর মিলন মেলা
কেমন যেন আকুল করে মায়াবী এই ক্ষণ।


প্রহর গোণা  শেষ
     পুলক লাগে মনে
উঠল মেতে বঙ্গবাসী
     মায়ের আগমনে।
সবাই কেমন নতুন সাজে
ঢাক বাদ্যি কাঁসর বাজে
খাঁচার ভিতর থাকে না কেউ উড়ে বেড়ায় মন।