তাক দুম দুম বাদ্যি বাজে
নৃত্য তালে তালে
হারিয়ে যাই কোন জগতে
খুশির হাওয়া পালে।


ঠাকুর দেখা এদিক-ওদিক
দিবারাত্র ধরে
হাসি ঠাট্টা গল্পগুজব
অনর্গলই  ঝরে।


পেটের খিদে মিটিয়ে নিতে
ঢুকি রেস্তোরাঁতে
আবার শুরু ঠাকুর দেখা
সরষে থাকে পা-তে।


আলোক মালা সাজসজ্জা
ধাঁধিয়ে দেয় চোখ
কত রকম থিমের ডালি
সাবেকিতেই ঝোঁক।


রাত বাড়লে রাস্তাঘাট
ক্রমশ হয় ফাঁকা
শ্রান্ত হয়ে ঘরে ফিরেই
স্বপ্নে ছবি আঁকা।


(সুখবর : দৈনিক স্টেটসম্যান পত্রিকা-র 'খুশির উড়ান' বিভাগে  শনিবার ৮ ই অক্টোবর শুভ সপ্তমী তিথিতে  প্রকাশিত হলো ০৬।১০।১৬ তারিখে আসরে প্রকাশিত ছড়া 'মা এলো')