আকাশ ছিল মেঘেই ঢাকা
আজকে পরিষ্কার
শুভ মহানবমী তিথি
তাই এ উপহার।


বিদায় বেলা এগিয়ে আসে
রাত ফুরালেই শেষ
খুশির বানে পড়বে ভাটা
এসেছে সন্দেশ।


কৈলাসে মা ফিরে যাবে
বাবা প্রতীক্ষায়
একটি বছর ধরার মানব
রইবে অপেক্ষায়।


বেরিয়ে পড়ি আমরা ক’জন
প্রতিমা দর্শনে
একটু দূরে বড় শহর
আনন্দ তাই মনে।


দুপুরে খাই ফ্রায়েড রাইস
সাথে চিকেন কারি
রাজভোগ আর মিঠাই খেয়ে
পেটটি হলো ভারী।


বিকেলে যাই হলদিয়াতে    
কত লোকের মেলা
ঘুরে ঘুরে দেখছি ঠাকুর
ফুরিয়ে গেল বেলা।


আলোকমালায় উঠল ভরে
আঁধার গেল টুটে
সময় প্রায় ফুরিয়ে এলো
আনন্দ নিই লুটে।