বিদায় ঘণ্টা গেল বেজে
মা যাবে কৈলাসে
বাপের বাড়ির দিন ফুরালো
ঈশানের সকাশে।

গৌরী মা কে বিদায় দিতে
মায়ের চোখে জল
গিরিরাজের বিষণ্ণ মন
অশ্রু টলোমল।


হাতে গোণা মাত্র ক’দিন
মন ভরে না ওতে
ইচ্ছে ছিল আটকে রাখে
কোন কিছুর ছো-তে।

জামাই আবার একলা রবে
কখন কী যে করে
রইলে উমা নজর রাখে  
রাশটা টেনে ধরে।


ছাই ভস্ম মাখবে গায়ে
বেজায় ভোলা মন
কত চিন্তা মাথার ভিতর
ব্যস্ত সারাক্ষণ।

লক্ষ্মী মা কে আসতে হবে
ফের ক’দিন পরে
এই ক’দিন যাওনা রয়ে
ঘরকে আলো করে।


বিদায়বাঁশি উঠল বেজে
করুণ সে রাগিণী
করুণাধারা ঢেলো মাগো
কৈলাসবাসিনী।


(সকলকে জানাই শুভ বিজয়াদশমীর শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা।)