স্বর্গ থেকে এল আবার
উঠল ভরে ঘর
বিষণ্ণভাব কাটিয়ে দিল
বরণে তৎপর।


ঘরে ঘরে খুশির জোয়ার
বিশেষ আয়োজন
সাড়ম্বরে করবে পূজা
মা যে বড় ধন।


মা-মাসিরা ব্যস্ত কাজে
সরায় তুলির টান
কী কী মিষ্টি তৈরি হবে
কী তার পরিমাণ।


আয়োজনে বিচ্যুতি নেই
ব্যস্ততা চরম
লক্ষ্মী পেঁচা উঠল ডেকে
সত্যি মনোরম।


মা এসেছে তাইতো দেখি
আকাশ পরিষ্কার
সোহাগমাখা হিমের পরশ
লাগছে চমৎকার।


চাঁদের আলো ছড়িয়ে পড়ে
আঁধার হল দূর
মা লক্ষ্মীর পাঁচালি পাঠ
আবেগভরা সুর।