সহিষ্ণুতার পাঠ নিয়েছি
তৃণের কাছে ভাই রে
মায়ের মতো এত আপন  
ধরাতে কেউ নাই রে।


উদার হাতে বিলিয়ে দেয়
যেমন রবি রশ্মি
দেশমাতার দুখ ঘোচাতে
ক্ষুদির মতো দস্যি।

সাগর সম হৃদয় পেতে
পরাণ পাখি চায় রে
কল্লোলিনী নদী যেমন
কর্ম করে যায় রে।

কোমলতার প্রথম পাঠ
ফুলের কাছে শিক্ষা
জীবসেবায় নিমগ্ন হই
চাই এমনই দীক্ষা।

বজ্র সম কঠিন হয়ে
দেবোই আমি ধমকে
প্রতিবাদের ঝড় উঠিয়ে
দেবোই দেবো চমকে।


প্রভুর কাছে প্রার্থনা এই
জোগাও সবে শক্তি
তোমার পদে যেন সবার
সদাই থাকে ভক্তি।


https://www.youtube.com/watch?v=YourLinkHere
Post20161020010600


e-mail : ajitkumarkar1945@gmail.com