মন দিয়ে করলেই সবই পারা যায়
বিফলতা আসে যদি ভাবো নিরালায়
খোঁড়া ওঠে পর্বতে
পিছোয় না কোনোমতে
বারবার চেষ্টাতে সফলতা পায়
ধরা দেয় শৃঙ্গও মুখ তুলে চায়।


কাপুরুষ ভীরু যারা বসে কাতরাবে
পেরোবে কেমনে নদী ভেবে খাবি খাবে।
জীবনের কীবা দাম
নাই যদি ঝরে ঘাম
সাঁতারের পাঠ নিতে গুরু ঠিক পাবে
অনায়াসে বড় ঢেউ নিজে সামলাবে।


আন্টারটিকাতেও আছে যাতায়াত
দুর্গম পথ চলা সারা দিনরাত।
পেঙ্গুইনের বাস
নাই গাছ নাই ঘাস
ইশারায় ডাক দেয় মুখে নাই বাত
‘এসো এসো কাছে এসো রাখি হাতে হাত’।


গাছগাছালির প্রেমে মজে নির্জনে
হরিতের সমারোহে খুশি জাগে মনে ।
পাখিদের কলতান
ঝরনার কলগান
পশুদের গর্জন ওঠে খনে খনে
সব বাধা দূরে ঠেলে তবু যায় বনে।