এই উশ্রী—
এদিকে দেখ,
শিশুটি কী সুশ্রী !


কী নাম ওর ?
শুধাও মাকে।
নাম ওর ‘মাখন চোর’।


এমন নাম!
শুনিনি ত!
নাম না বদনাম ?


ডাকনাম।
ভালো নাম
কৃষ্ণ, দাদা বলরাম।


বাঃ! বেশ!
মন ভরালো  ।
কী সুন্দর কালো কেশ !


'রঙ কালো'।
হলোই বা,
কালো রূপেই জগৎ আলো।