আঁধার হলে গা-ছমছম
ভূত পেত্নি  নাচে
উঠোন পাশে ঝাঁকড়া মতো
এক শ্যাওড়া গাছে।


রূপ বদল করতে পারে
কখন সাজে পরি
‘এগিয়ে এসো’ বলবে ডেকে
‘আয় রে সহচরি’।


ধন্দে পড়ি সত্যি ও কি
এলো স্বর্গ হতে
এমন রূপ কোনও নারীর
হয় না কোনোমতে।


একটু পরে আবার দেখি
জরাজীর্ণ বুড়ি
পরণে তার সাদা কাপড়
অথর্ব থুত্থুড়ি।
  
শিউরে উঠি চক্ষু দেখে
কোথায় গেছে তারা!
শুধুই দুটি কালো গর্ত  
পিছনে ওর কারা!

ভূত কি সব গাছেই থাকে
শ্মশান থাকে খালি
শিশুর মনে ভয় ধরাতে
মাখে কি চুনকালি!