কচ্ছপ কচ্ছপী বাস করে
পুকুরে,
গনগনে কড়া রোদে পিঠ সেঁকে
দুপুরে।


ঠাণ্ডায় থেকে থেকে গায়ে জমে
শ্যাওলা,
কচ্ছপী ছাল দিয়ে ঘসে তোলে
ময়লা।

কচ্ছপ হেসে বলে হলি তুই
রূপসি,
চোখে ঠিক পড়ে যাবি জল বেশ  
সরসী।

ময়লায় ঢাকা ছিল টের কেঊ
পেত না,
এত সাফ হলি কেন বেড়ে গেল
ভাবনা।


দিনকয় উঠবি না ডুবে থাক
তলাতে,
শ্যাওলায় ভরে গেলে বাধা নেই
চলাতে।