হিম পড়েছে পদ্মফুলে
হিম জমেছে ঘাসে
মাঠের ধারে কাশে
ঝরে যাবার সময় হলো
শেষ হাসিটি হাসে।


হিমের ছোঁয়া লাগছে গায়ে
লজ্জাবতী জাগে
ঠোঁটটি রাঙা ফাগে
হাঁটছি আমি দাদুর সাথে
জড়তা দূর ভাগে।


নদীর বুকে শীর্ণ ধারা
জাগছে বালুচর
পাড়েই খেলাঘর
পুঁটির ছানা আমায় বলে
পারলে এসে ধর।


খালি হাতে কেমনে ধরি
পালায় ছুটে সব
নেইকো কলরব
কারও নাগাল পাই না আমি
এ যেন উৎসব।