ও মাঝিভাই গেলে কোথায় ?
ছাড় এবার তরি
যেতে হবে উল্টোডাঙা
ছটাতে ট্রেন ধরি।
শিয়ালগুলো উঠলো ডেকে
সূর্য যাবে পাটে
ঠিক সময়ে পৌঁছে দিয়ো ঘাটে।
সাঁঝতারাটা হাসছে কেমন ওই
আমি ব্যাকুল হই।


নৌকা চলে ধীর গতিতে
পালে বাতাস নেই
ভাবনা আমার বাড়ছে ক্রমে
হারিয়ে ফেলি খেই।
জোয়ার আসার হয়নি সময়
তাই এ বিড়ম্বনা
চলে আমার শুধুই প্রহর গনা।
অবশেষে ভিড়ল তীরে তরি
নামাল হাত ধরি।


ঠিক সময়ে স্টেশনে যাই
ট্রেনটা দিল ছেড়ে
স্বস্তি পেলাম এবার আমি
বসি দুইপা মেড়ে।
হু-হু করে ট্রেন ছুটছে
থামছে মাঝে মাঝে
পৌঁছি তখন, তখন ন'টা বাজে।
এবার নামি আমি
দাঁড়িয়েছিল একটু দূরে দিদা
গিয়ে দিলাম হামি।