করাল রূপ দেখলে মা গো
গা ছমছম করে
পারিস নাকি আসতে মা গো
মোহিনী রূপ ধরে।


ফুলের কী মা এতই অভাব
গলায় মুণ্ডমালা!
জবার মালা পরিয়ে দেবো
হাতে সোনার বালা।


আমরা তোমার অবোধ শিশু
সাধি তোমায় কত
লাল চেলিটা পরলে মা গো
লাগত পরির মতো।


হাসলে খুবই মিষ্টি লাগে
মুক্তো ঝরে পড়ে
এবার থেকে আসিস মা গো
সোনার রথে চড়ে।


কালো রঙে হীরের  চমক
ঠিকরে পড়ে দ্যুতি
দেবাদিদেব রইলে পাশে
হতো কি খুব ক্ষতি?


বুকের ওপর দাঁড়াস কেন
হয় না বুঝি ব্যথা
চুপটি করে সবকিছু সয়
কয় না ক্লেশের কথা।


বাবাকে তুই বলিস মা গো
আজকে কাছে এলে
লাগবে ভালো পরলে ধুতি
বাঘছালটা ফেলে।


তোকে কী আর বলবো মা গো
রইবি সদা কাছে
চারিদিকে ঘুরছে দানব
আঁচড় কাটে পাছে।