পৃথিবীটা যেন আজ এক মুঠো মাটি
ভেসে ওঠে আয়নায় সব খুঁটিনাটি।
কত কী যে বদলায় সময়ের সাথে
অবিচল ধ্রুবতারা প্রতিদিন রাতে।
ধনী হয় আরো ধনী ভুখাপেটে দীন
হাহাকার বেড়ে চলে যায় কেটে দিন।
মানবিক মুখ যেন ডুমুরের ফুল
সীমাহীন সাগরের খোঁজা বৃথা কূল।


কেন এত উদাসীন কী যে ওরা ভাবে
সবকিছু পড়ে রবে সাথে নাহি যাবে।
চেতনা কি কিছু নেই উবে গেছে সব
‘আরো চাই’ ‘আরো চাই’ শুনি কলরব।
আশা নিয়ে আছি বেঁচে সে কি কুহকিনী
ঘনঘোর অমানিশা নেবে বুঝি জিনি।