পাশাপাশি নিদ্রামগ্ন ডালে ডালে পাখি
যামিনী বিদায় নিলে রবি মেলে আঁখি।
শিশুদের কলরব ভেসে আসে কানে
বাড়ির উঠোনে ঘরে মাধবীবিতানে।
খোকাখুকু স্কুলে যায় চাষিভাই মাঠে
বাসনের বোঝা নিয়ে মা-বোনেরা ঘাটে।
এবার হাঁসের দল নামে সরোবরে
ফুলে ফুলে প্রজাপতি মধু পান করে।


প্রকৃতির রূপ দেখে ভরে ওঠে মন
রাঙা পায়ে দুটি জবা করি নিবেদন।
আঁধারের ভ্রুকুটিতে ঢাকা ছিল সব
এখন আলোর বন্যা পৃথিবী সরব।
অপরূপা ধরণির মহিমা অপার
মোহিনী বীণার তারে তোলে ঝংকার।