জানি না ফিরিব কিনা ধরণির ‘পরে
যদি ফিরি যেন হই পরিযায়ী পাখি
হিমবাহ-বুকে রব শৈল-স্নেহ মাখি
কেবল প্রবল শীতে আসি এই ঘরে।
খেলা করি সরোবরে সারাদিন ধরে
প্রকৃতির শোভা দেখি মেলে দুটি আঁখি
দেখা পাই জননীর বেঁধে দেয় রাখি
এখনো শুনিতে পাই ‘খোকা কোথা ওরে’।


জীবাত্মা অবিনশ্বর জন্ম পুনর্বার
হবে না কী ইচ্ছাটুকু পূরণ আমার?
শীতল মরুর দেশে কাটাব জীবন।
স্নেহ ভালোবাসা দেবে ধবল তুষার
পরিশেষে মৃত্যু এসে কেটে দেবে তার
বাতাসেই যাবে মিশে বিদেহী এ মন।