পথ চেয়ে কাটে দিন বসে নদীকূলে
একাকী রয়েছি আমি সব কাজ ভুলে।
ফুরাল দিনের আলো ঘনায় আঁধার
খেয়াতরি গেছে পারে ফিরে না তো আর।
ঘরে ঘরে বাজে শাঁখ তুলসির তলে
ভাসায় প্রদীপ জ্বালি যমুনার জলে।
অনুজ্জ্বল আলো দেয় আকাশের তারা
কপোল ভিজিয়ে দেয় নয়নের ধারা।  


পার করে দাও প্রভু তরিখানি বেয়ে
অনাথের নাথ তুমি আঁধি গেছে ছেয়ে।
পাখিরা ফিরিছে নীড়ে দিবা অবসানে
মানুষের কথাবার্তা আসে না তো কানে।
ধূপের সুগন্ধ পাই এ কী লীলা তব
তরিখানি এসে গেল কেন বসে রব।