কর্ম করো    কর্ম করো
অলস কেন পাথর যেন
নিজের হাতে লাঙল ধরে
              কর্ম করো।


অর্থ নয়     অর্থ নয়
শিক্ষা চাই বিনয় পাই
খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়
               অর্থ নয়।


জীবের সেবা    জীবের সেবা
দেখায় পথ কোথায় রথ
পরম পিতার বাণীই হলো
              জীবের সেবা।


সত্য বলা    সত্য বলা
শিখতে হবে জানবে তবে
উত্তরণের পথ দেখাবে
               সত্য বলা।


মরমি হও    মরমি হও
আর্তজনে হৃষ্ট মনে
বাড়াও হাত সোহাগ ঢেলে
              মরমি হও।


জ্বালাও আলো   জ্বালাও আলো
পথের দিশা দেবেন ঈশা
তাকিয়ে আছে তোমার পানে
              জ্বালাও আলো।