শারদ প্রভাতে একী অপরূপ শোভা!
অঙ্গনে পড়েছে কার পদচিহ্ন দুটি;
নয় এ তো  সাধারণ, অতি ক্ষুদ্র, যেন
পটে আঁকা ছবি।ছিনু নিদ্রামগ্ন আমি
কেন জাগালে না প্রভু, ওগো দয়াময়
দর্শন না দিয়ে তুমি কোথা গেলে চলে!
সাধনায় মগ্ন থাকি করি জীবসেবা
তোমারি দেখানো পথে চলি নিশিদিন।


তোমারি কৃপায় প্রভু এসেছি ধরায়
বন্ধন বিছিন্ন করে এসেছি অরণ্যে,
বয়ে গেছে পাশ দিয়ে পুণ্যতোয়া নদী
কত পশুপাখি বৃক্ষ লতাপাতা ফুল
হরিণের ছোটাছুটি পিছে রয় শিশু
যেন স্বর্গোদ্যান, শুনি পাখির কূজন।