তুমি মেঘমালা আমি আকাশের তারা
প্রতীক্ষায় রই বসে ভেবে ভেবে সারা।
কোথা তুমি যাও উড়ে আস না তো ফিরে
নবীনের দেখা মেলে শুষ্ক বিনা নীরে।
ঠমকি ঠমকি চলে ফিরে নাহি চায়
অপলকে দেখি চেয়ে মেশে নীলিমায়।
আষাঢ়ে কাজল কালো শরতে সফেদ
ডানা মেলে ভেসে রও কত না প্রভেদ।


সফেদ কাটে না দাগ কাজলে বিভোর
হরিণীর মতো ধাও বেগ অতি ঘোর।
হাসির ঝিলিক দেখি প্রতি খনে খনে
ডমরুর ধ্বনি শুনি সুনীল গগনে।
সময় কি হয় নাই এসো অভিসারে
রজনি গভীর হলো প্রতিক্ষায় দ্বারে।