জনমের পরক্ষণে বাজেনি তো শাঁখ
আমার ক্রন্দন শুনে উড়েছিল কাক।
হাসি শুধু মা’র মুখে প্রকাশ বিমুখ
আর যারা ছিল কাছে সকলেই মূক।
বাজাত হাজার শঙ্খ হতো যদি ছেলে
মিঠাই বিলাত হেসে লাখ টাকা ঢেলে।
মানুষ এমন কেন মেয়ে কি অপয়া?
নারীর হৃদয়ে আছে স্নেহ-মায়া-দয়া।


নারীই ধারণ করে পুরুষ তো নয়
বুঝেও অবুঝ নর কেন এত ভয়।
মাতা না রহিলে ভবে কেবা হতো পিতা
পেতাম না রামায়ণ না রহিলে সীতা।
শিশুর জনম হয় নারীর জঠরে
কন্যারে লালন করো পরম আদরে।