খেতের সোনালি ধান উঠেছে গোলায়
হিমের পরশ শীত শরীরে বোলায়।
কৃষকের ঘরে ঘরে পড়ে গেছে সাড়া
নবান্নের আয়োজনে জেগে ওঠে পাড়া।
কত কী যে পদ হবে ভাজাভুজি ঝোল
মালক্ষ্মীর আবাহন তাই কলরোল।
সবাই মুখিয়ে থাকে কবে আসে পৌষ
ছোটো বড় সকলের মনে জাগে খোশ।


খুশির প্লাবনে ভাসে গ্রামের সকলে
কঠোর শ্রমের ফল গৃহিণীর মলে।
বারো মাসে বাঙালির কতনা পার্বণ
শীতের উৎসব এটা মোছায় বেদন।
সারাটা বছর ধরে হাজারো ব্যস্ততা
জীবনের সার কর্ম নেই অলসতা।