সবাই ঘুমিয়ে গেছে জেগে দুটি মন।
যূথিকায় সুবাসিত সুরম্য রজনি
চলে যাই পিছে হেঁটে স্মৃতির সরণি
আনত নয়ন, পাশে আত্মীয় স্বজন।
শুভদৃষ্টি বিনিময় পরম লগন
অর্ণবের চরে পাই শুচিশুভ্র মণি
ওতেই সেতুবন্ধন, আকাঙ্খিত ধনি,
আনন্দলহরি, হলো মধুর মিলন।


বহু প্রতীক্ষিত সেই রাত্রি সমাগত
রুদ্ধকক্ষে মৃদুকণ্ঠে চলে কথা কত
সাত জনমের জন্য অচ্ছেদ্য বন্ধন  
প্রার্থনা পিতার কাছে করি করজোড়ে
জীবের কল্যাণে কাটে স্নেহভরা ক্রোড়ে
যেন পারি সঁপে দিতে তনু-প্রাণ-মন।