ঘণ্টাতিনেকের যাত্রা অশান্ত অর্ণবে
পরিষ্কার-নিস্তরঙ্গ আকাশ-সলিল
উড়ুক্কু মাছের ঝাঁকে ঝাঁপ দেয় চিল
চিত্র এঁকে ছুটে চলে ফেণা সগৌরবে।
এলোচুল ছুঁয়ে যায় আপন বৈভবে
রক্তিম অধরে ফোটে হাসি অনাবিল
মিলেমিশে একাকার হল দুই নীল।
মননের চিত্রপটে সব আঁকা রবে।


জলের অপর নাম যদিও জীবন
অঙ্গুলিহেলনে প্রাণ নিমেষে হরণ।
হঠাৎ উঠিল দুলে সাগরের জল
অসম লড়াই চলে মরণ-বাঁচন
বিপদে গঙ্গাদেবীর শরণ চরণ।
সামাল সামাল রব পোত টলোমল।