যত দুঃখ ব্যথা যেন ভুলে যেতে পারি
কৃপাসিন্ধু দীনবন্ধু ঢেলো স্নিগ্ধ বারি।
সরণি কণ্টকাকীর্ণ সকলেই জানি
সর্বদা স্মরণ করি তাই বুদ্ধ-বাণী।
কে বলে অলঙ্ঘনীয় ডিঙাব নির্ভয়ে
ফোটাব নির্মল হাসি পৃথিবী বিজয়ে।
মূল্য কীবা জীবনের হটে যারা পিছু
সাগরের তলা থেকে মিলে যাবে কিছু।


আহ্বান জানায় শৃঙ্গ 'উঠে এসো কাছে'
এড়ানো কঠিন বড় 'ওঠোনি কি গাছে?'
হিলারী ও তেনজিং বিখ্যাত ভুবনে
সাহসী সাফল্য পায় পাহাড়ে ও বনে।
অধরা দেবেই ধরা এ জীবন বাজি
থেকো না ঘরের কোণে হয়ো না অরাজি।