কেউ তো তোলেনি ছবি ভালো করে তোলো
পৃথিবীকে এই কথা কাগজেই বোলো।
যাপন রাস্তার পাশে স্বল্পতা আহারে
খেয়াতরি ঘাটে বাঁধা বলি আর কারে।
ফেলে দেওয়া খাদ্য বস্ত্র জোটে কোনোক্রমে
ওতেই অঢেল সুখ নেয় না যে যমে।
দুরবস্থা জেনে যদি ছুটে আসে কেউ
তখন সৌভাগ্য দেখে লেগে যাবে ফেউ।


তোমার সুখ্যাতি হবে এই বার্তা পড়ে
শুনেছি 'ভাগ্যের কল বাতাসেই নড়ে'।
সুন্দর দু'দুটো নাম স্পর্শমণি, রানি
করো না করো না বাপ তুমি কানাকানি।
ছড়াবে তোমার নাম সারা বিশ্বজুড়ে
সুখবর দিয়ে যেয়ো ওই দেখ কুঁড়ে।