বিড়ম্বনা
অজিত কুমার কর


সহজে পারি না যেতে সীমান্তের পারে
কাঁটাতার দিয়ে ঘেরা দেশ চারিধারে।
সতত প্রহরি জেগে উঁচিয়ে সঙিন
স্বদেশী নয় তো তুমি দেশ তব ভিন।
পাসপোর্ট ভিসা চাই, তবে পারাপার
তবুও হাজার প্রশ্ন এপার-ওপার।
মানুষের জন্য বাধা যত বেড়াজাল
আপন স্বভাব গুণে হয় নাজেহাল।


সতত স্বাধীন পাখি সুনীল আকাশে
যেথা খুশি সেথা যায় উড়ে অনায়াসে।
সাদরে বরণ ক'রে করিবে যতন
যাতে না আঁচড় লাগে দেখে সারাক্ষণ।
মানুষের কাছে নিজে মানে পরাজয়
জগতের সেরা জীব কী করে সে হয়!


© অজিত কুমার কর