তোমার খোকন আমি ছোট্টোট্টি তো আছি
ছিয়াত্তর পেরিয়েছি আশি কাছাকাছি।
এখনও তো কতকিছু শিখে নিতে হয়
স্মৃতিপটে কতটুকু অমলিন রয়।
আধুনিক প্রযুক্তিতে যত বিড়ম্বনা
পদে পদে বাধা পাই অসহ যন্ত্রণা।
পক্ককেশ দেখে ভাবে জ্ঞানী ও সম্মানি
অতি অল্প বিদ্যা ঘটে ভালোভাবে জানি।


বড় হওয়া সুকঠিন এই ভূভারতে
জীবননদীতে তরি ভেসে কোনোমতে।
যাকনা এভাবে কেটে বাকিটা জীবন
শিশুদের মতো খুশি থাক এই মন।
ফুলের মতোই যাব ঝরে ধরাতলে
বাতাসের ঘূর্ণিপাক ফেলে দেবে জলে।