ভিক্ষায় জীবন কাটে স্টেশনে নিবাস
দেখি অবজ্ঞার চোখে কোথা অবকাশ!
পুটুলিতে বাঁধা সব সাথি শুধু ঘটি
পায়ে তাঁর দড়িবাঁধা গদামার্কা চটি।
পুণ্যদিন নববর্ষ নবসাজে সব
কেন ভেসে আসে প্রাতে এত কলরব!
পরপারে অভাগিনি সেই ভিখারিনি
ক্ষণেক নীরব থাকি ওকে আমি চিনি।


কী আছে বালিশে ওর ভাবে জনগণ
ছিঁড়ে দিতে দেখা গেল অত্যাশ্চর্য ধন।
কঠিন নির্দেশ আছে 'ভালো কাজে দিয়ো,
যারা আছ মানী গুণী এই ভার নিয়ো।'
বোঝাল 'হৃদয় চাই' মৃত্যুদূত এসে
মাধুকরী বৃত্তি তবু বড় হৃদয়ে সে।


© অজিত কুমার কর