প্রভাতে আকাশ যেন লাল টিপ পরে
সারাদিন জনপদ আলোকিত করে।
এবার সময় হলো সূর্য যাবে পাটে
আকাশ রাঙিয়ে দিতে গোধূলিটা কাটে।
রুমুর ঝুমুর ঝুম বাজে তাঁর মলে
ছোটো বড় কত ঢেউ নাচে দিঘি-জলে।
দিঘিতে প্রমিক জুটি ব্যস্ত পূর্বরাগে
কুসুমিত দুটি মন হলো রাঙা ফাগে।


দিনশেষে পাখি সব ফিরে নিজ নীড়ে
হৃদয় হারিয়ে যায় অন্ধকারে ভিড়ে।
ক্ষণ পরে ছেয়ে গেল রজনির কালো
দিনান্তে তপন বলে ঘরে দিয়া জ্বালো।
হৃদে দীপ জ্বালালেই তৃপ্তিসুধা পাবে
না-হলে শত দীপেও কালো নাহি যাবে।


© অজিত কুমার কর