উত্তরে সুমেরু আর কুমেরু দক্ষিণে
বরফের আস্তরণ প্রাণের স্পন্দন
বিজনে শান্তিনিবাস অনন্য ভুবন
মুখরিত পরিবেশ অনুপম বীনে।
বাধার পাহাড় ঠেলে অভিযাত্রী জিনে।
অপরূপ মরুজ্যোতি বিমোহিত মন
ধরিত্রীর প্রান্তভূমি অসীম নির্জন
শীতল মরুর দেশ ভরা পেঙ্গুইনে।


ক্লেশ আছে দ্বেষ নাই প্রাণের লহর
যেন এক স্বর্গধাম অতি মনোহর
গোপণীয় লিপি কত গুপ্ত ওর বুকে
নিশীথের অবসানে হাসে রবিকর
উদ্ভাসিত চতুর্দিক ধবল সাগর
আহ্বান জানায় মরু সদা হাস্যমুখে।