যুগলে যুগলে চলে কথোপকথন
ঢেউ ওঠে দুলে দুলে উতলা যে মন।
শান্ত আরব সাগর মেরিন ড্রাইভ
উজ্জ্বল আলোয় ভরা ক্রিসমাস ইভ।
ওদিকে নজর নেই প্রস্ফুটিত ফুল
বাধা দেয় উড়ে এসে বারে বারে চুল।
পিছনে যানের স্রোত আলো পড়ে মুখে
চার চোখ যায় বুজে আলাপন সুখে।
প্রাণোচ্ছল বিহগের ভাবনা সুদূর
রজনি গভীর হয় বিরহের সুর।


কীভাবে যে কাটে নিশি ঘুমে জাগরণে
প্রভাতের আলো আসে নিকানো অঙ্গনে।
কখন বিকেল হয় থাকে প্রতীক্ষায়
গোধূলির রং মাখে টিলার মাথায়।
দুটি প্রাণ যেন এক সাগর যে কাছে
মাধবীলতার মতো গায়ে লেগে আছে।