ঠাণ্ডায় কাহিল খুব কাষ্ঠ নাই ঘরে
প্রবীণা সংগ্রহে যায় বনের ভিতরে।
পড়ে গিয়ে ভাঙে হাড় প্রকৃতির মার
চিরসাথি সারমেয় ছিল পিছে তাঁর।
তুষারে আবৃত পথ পোষ্য অসহায়
বৃদ্ধাকে বাঁচাতে শ্বন শুয়ে পড়ে গায়।
জিভ দিয়ে গাল চেটে রাখে সচেতন
এ ছাড়া উপায় নাই শিয়রে শমন।


প্রহরী দেখিতে পায় ওকে ভোর বেলা
অতি দ্রুত সেবা পেল বিধাতার খেলা।
পশুরা মরমি কত বোঝে তা ক’জন
পাশে থাকে সেবা দেয় সারাটি জীবন।
কখন বিপদ ঘটে পথে পাহাড়ে উদ্যানে
কে কারে জীবন দেয় কেহ নাহি জানে।