উত্তরণের সোপান খাড়াই বন্ধুর
শীর্ষের ঠিকানা কোথা সে তো বহুদূর!
নিরলস সাধনায় ওঠে ধাপে ধাপে
পরিখা গুঁড়িয়ে যায় দোর্দণ্ড প্রতাপে।
শারীরিক যত বাধা পিছু হটে যায়
হেলেন কেলার একা পৃথিবী কাঁপায়।
সুস্থ সবল মনের কীসে এত ভয়
দৃঢ়তার কাছে ঠিক ধরা দেবে জয়।


শ্বাপদসঙ্কুল বন অশান্ত সাগর
সাহারা অধরা নয়, কালাহারি থর।
শুধু জল স্থল নয় পাড়ি মহাকাশে
কত শত হাসিমুখ চোখে সদা ভাসে।
অজানাকে জানিবার শেষ নাহি হবে
যতদিন এ ধরাতে প্রাণবায়ু রবে।