স্নিগ্ধ করুণাধারায় দাও সিক্ত করে  
বিদ্যাদেবী জ্ঞানদাত্রী ওগো সরস্বতী
বোধের উন্মেষ হোক দাও মা সুমতি
শতদল হয়ে যেন ফোটে ঘরে ঘরে।
জগতের সব জীব তোমার গোচরে
সুখের নিমিত্ত রোজ করে কত ক্ষতি
জ্ঞানের প্রোজ্জ্বল শিখা ছড়ালেই জ্যোতি
কালিমা বিলুপ্ত হবে বিশ্বচরাচরে।


প্রকৃতির কাছ থেকে শেখে বন্যপ্রাণী
ক্ষুধার নিমিত্ত ওরা করে হানাহানি
মানে না মানুষ শুধু শিষ্টাচার বিধি।
স্বার্থান্বেষী, অর্থলিপ্সু করে রাহাজানি
দামি দামি আচ্ছাদনে ঢাকা দেহখানি
নিজেরে ভেবেই ক্ষান্ত শ্রেষ্ঠ প্রতিনিধি!