ছায়াটি দেখায় পথ পিছে আমি চলি
দীর্ঘ থেকে দীর্ঘতর সূর্য অস্তগামী
কোথায় লুকিয়ে যায় রই একা আমি
দিশাহারা হয়ে যাই এ যে অন্ধগলি।
তখনি জোনাকি এল দীপ ওঠে জ্বলি
অন্ধকারে কী যে চাই জানে অন্তর্যামী
আঁধার-মানিক ওযে তুচ্ছ কত দামি
বিল্বপত্র পুষ্প দিয়ে চরণে অঞ্জলি।


পৃথিবী তো খেলাঘর মায়াময় বাসা
নির্দিষ্ট কাজের জন্য ক্ষণতরে আসা
কর্ম সমাপনে থাকা কীবা প্রয়োজন
আড়ালে বসিয়া তিনি খেলিছেন পাশা
আকাঙ্ক্ষার নাই শেষ প্রবল তিয়াসা।
এবার প্রত্যাগমন সমাগত ক্ষণ।