কী মোহে ত্যজিলে তুমি নিজ জন্মভূমি  
অকূল সাগরে ঝাঁপ ভেবেও দেখনি,
ডাক দিতে কুহকিনী! মাতৃভাষা খনি,
ব্যর্থতার গ্লানি মেখে এলে ফিরে তুমি।
আশীর্বাদধন্য হলে মা’র পদচুমি
সৃষ্টি সার্থক তোমার সমুদ্যত ফণি
ঘটালে বিপ্লব বঙ্গে দত্তকুলমণি
হৃদয় ভরিয়ে দিল দখিনা মৌসুমি।


এখনো তোমার কীর্তি বিশ্বে সমুজ্জ্বল
প্রতিভার দীপ্তশিখা হোমের অনল
মেঘনাদবধকাব্য রহিবে অমর,
যতদিন নদীবুকে বহে যাবে জল
দরদি মনের লেখা হয় না অচল
চিরদিন ভূভারতে পাবে সমাদর।