দর্শন মেলেনি তাঁর যারে আমি চাই
কল্পনায় আঁকি ছবি নিত্য খুঁজে চলি
সুরঞ্জিত ওষ্ঠ যেন প্রস্ফুটিত কলি
মুদিত নয়নে দেখি মেলে দিলে নাই।
কোথায় যে চলে যায় নিমেষে হারাই
পল্লবিত কেশদাম কুঞ্চিত সকলি
হরিণনয়না ধনি গুঞ্জে যেন অলি
ক্ষণেক পরেই হেসে ‘বলে আমি যাই’।


মানে না আমার মন কবে দেবে ধরা
শ্যামলবরনী প্রিয়া রূপসি অপ্সরা
ভরিয়ে রেখেছে সদা আমার ভুবন।
একান্ত আপন ওযে কে বলে অপরা
ওকে ছাড়া এ জীবন শূন্যতায় ভরা
নূপুরের রিনিঝিনি শুনি অনুখন।