সম্মুখে যাদের দেখি কেবল তো প্রাণী!
যাতায়াত চারিদিকে মানবতা হারা
বিলাসব্যসনে ব্যস্ত এরা সব কারা?
মগ্ন রয় আত্মসুখে করে হানাহানি।
কতনা প্রলেপ দিয়ে ঢাকে তনুখানি
মায়ের বেদনাটুকু বুঝিল না যারা
মৃত্যুর কবলে ভাষা, বহে রক্তধারা
অকালে ঝরেছে প্রাণ দিল না তো পানি।


কোটি কোটি জীবনের কীবা অবদান
বাঁচাতে পারে না যারা মায়ের সম্মান
মরুভূমি ঢের ভালো হিংসা নাই কোনো।
অতল সাগর জলে শোনো পেতে কান
ডলফিন তিমিদের মধু কলতান
হারিয়ো না এ সুযোগ পাবে না কখনো।