অপার রহস্যে ভরা অনন্ত আকাশ
নিজেরে ডুবিয়ে রাখে সতত বিজ্ঞানী
উন্মোচনে উদ্ভাবনে সবাই তা জানি
নিবেদিত মনপ্রাণ ব্যস্ত বারোমাস।
উত্তর কখন মেলে ফেলে দীর্ঘশ্বাস
‘কর্ম করে যাও সদা’ সঙ্গী এই বাণী
উদ্ভাসিত হবে সব, রহস্যসন্ধানী –
ওই তো কল্পনা আসে পূর্ণ হবে আশ।


পৃথিবী নিকটে খুব ক’মিনিট পথ
ধরাতল ছোঁবে যান বিজয়িনী রথ
সহসা বিলীন হলো ফিরিল না আর।
আহ্বান জানাল বুঝি মুক্ত ছায়াপথ
রেখে গেল চিরতরে মস্ত এক ক্ষত
সার্থক জনম কন্যা নমস্য সবার ।