আঁচলে পড়িল টান 'কোথা যাবি ওরে
এত দিন ছিলি কাছে, রাখিব যে ধরে'।
কেমনে যাইবে ছেড়ে প্রিয় এই বন
ক্ণ্ব্মুনি, মৃগ শিশু, পিছু টানে মন।
নারীর অভিষ্ট স্থান পতির নিবাস
যেতে যে হবেই তাকে পড়ে দীর্ঘশ্বাস।
পশুপাখি গাছপালা সকলে বিহ্বল
চলে যাবে শকুন্তলা স্তব্ধ বনতল।


সর্বত্যাগী কণ্ব্মুনি গিরিসম স্থির
সাহস জোগান তিনি চক্ষে বহে নীর।
হৃদয়ের শূন্যস্থান কে পূরিবে তার
গড়ে উঠেছিল বনে অপূর্ব সংসার!
সেই লগ্ন সমাগত বিদায়ের ক্ষণ
আশ্রম ছাড়িয়া যাবে সর্বশ্রেষ্ঠ ধন।